প্রকাশিত: Sat, Jul 22, 2023 10:18 AM
আপডেট: Sun, May 11, 2025 9:59 PM

[১]সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসতে পারে

রিয়াদ হাসান: [২] রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ তারুণ্যের সমাবেশ করবে জাতীয়বাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। 

[৩] শুক্রবার সমাবেশস্থল পরিদর্শন পরিদর্শনে গিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, সমাবেশের প্রস্তুতি অনেক আগেই শেষ হয়েছে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের যুব সমাজের যারা অধিকার বঞ্চিত, চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার, তাদের আমরা মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করছি।

[৪] তিনি বলেন, কাল তারুণ্যের নতুন ইতিহাস সৃষ্টি হবে। তরুণদের নিয়ে রাজপথে এই ফ্যাসিবাদী সরকারকে রুখে দেব।

[৫] এক প্রশ্নের জবাবে জিলানী বলেন, বাধা দেওয়া তো এই সরকারের নিত্য কাজ। সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

[৬] সোহরাওয়ার্দী উদ্যান পরিদশর্নের আগে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারুণ্যের সমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা।

[৭] সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, ভোট ও চাকরি থেকে বঞ্চিত তরুণদের নিয়ে আমাদের তারুণ্যের সমাবেশ। ইতোমধ্যে ৫টি বিভাগে সফলভাবে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আন্দোলন। এই আন্দোলনে স্বৈরাচারী সরকারের দোসর ছাড়া সব দেশপ্রেমিক রাজনৈতিক দল এক হয়েছে।

[৮] তিনি বলেন, আওয়ামী লীগ দেশজুড়ে রক্তাক্ত সহিংসতা চালাচ্ছে। সশস্ত্র সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দিয়েছে। মানুষের রক্ত ঝরানো, গুম ও খুন শেখ হাসিনার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নমুনা। যারা রক্ত ঝরাতে পারে তাদের অধীনে কেমন সুষ্ঠু নির্বাচন হবে তা সবার কাছে অনুমেয়।

[৯] এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানান টুকু।

[১০] এর আগে সমাবেশের অনুমতি নিতে বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে ডিএমপি সদর দপ্তরের সামনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সোহরাওয়ার্দী উদ্যানে এই অনুমতি পাওয়ার বিষয়টি জানান।

[১১] প্রসঙ্গত, বিএনপির চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বড় শহরে তারুণ্যের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরমধ্যে গত ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশ হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব